সিলেটের কোম্পানীগঞ্জ থেকে চোরাই ট্রাকসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকা থেকে ট্রাকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রুমন মিয়া ওরফে সুমন ওরফে রিপন (২৩) ও মো. আব্দুর রহমান ওরফে রনি (২৩)।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা জানান, ট্রাকটি কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরবাজার ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্য ছিল। চোরাই চক্রের দুজন এয়ারপোর্ট এলাকা থেকে চালিয়ে টুকেরবাজার ভাঙারির দোকানে নিয়ে আসেন গাড়িটিকে।
জিজ্ঞাসাবাদে তাঁরা চোরাই চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং ওই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে জানান।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠায় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।