Blog

ধর্মীয় জঙ্গিবাদ বর্তমান বিশ্বের দানব

ধর্মের রাজনীতি ও ধর্মীয় জঙ্গিবাদ আধুনিক বিশ্বের জন্য সবচে বেশি হুমকি। ধর্ম মানুষের ব্যক্তিগত অধিকার।

কিন্তু রাষ্ট্রের ক্ষমতার সঙ্গে ধর্ম মিলিয়ে ফেলার কারণে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। বর্তমানে বিশ্বের দানবে পরিণত হয়েছে এই ধর্মীয় জঙ্গিবাদ।

শনিবার রাজধানীর রেডিসন হোটেলের লহরী হলে বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত ‘জঙ্গিবাদের হুমকিঃ বাংলাদেশ ভাবনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন সিনিয়র সাংবাদিক আবেদ খান।

তিনি বলেন, পুঁজিবাদ জঙ্গিবাদকে পৃষ্টপোষকতা করছে আর তাই বিশ্বের জঙ্গিবাদ ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে।
বর্তমান সরকারের সাংগঠনিক দুর্বলতা দেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে।

এসময় জঙ্গিবাদ মোকাবেলায় গ্লোবাল টাস্কফোর্স গঠন এবং সরকারের প্রগতিশীল দল এবং সংগঠনগুলোকে ভূমিকা রাখার কথা বলেন তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত রয়েছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, ব্যারিস্টার আবদুর রশিদ, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, নারী নেত্রী খুশী কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, সুজনের নির্বাহী পরিচালক বদিউল আলম মজুমদার প্রমুখ।

Share on facebook
Facebook
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed By : F.A. Creative Firm Ltd.