Blog

সিলেটের সাদা পাথর এলাকা যেন এক টুকরো মিনি কক্সবাজার

সিলেটের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভোলাগঞ্জ সাদা পাথর অন্যতম। ভোলাগঞ্জ দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। সাদা পাথর এর অবস্থান সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায়। ভোলাগঞ্জের অন্য পাশে ভারতের মেঘালয় রাজ্যের ঘন সবুজ উঁচু উঁচু পাহাড় সারি।সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানির প্রবাহ ধলাই নদের মূল উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলে মিশে ভোলাগঞ্জের

সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই নদের উৎস মুখের পাথরের জায়গাটুকু ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা “সাদা পাথর” নামে পরিচিত। বর্তমানে এটি সিলেটের আকর্ষনীয় এক পর্যটন স্থান।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দর একটি গ্রাম ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কেয়ারী, নদী আর পাহাড়ে মিলে আকর্ষণীয় এই ভোলাগঞ্জ। সিলেট জেলা শহর থেকে ভোলাগঞ্জ এর দূরত্ব ৩৩ কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দু’ভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে।কোম্পানীগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। একশ একর আয়তনের রোপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে।

Share on facebook
Facebook
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed By : F.A. Creative Firm Ltd.